Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Folder
- Details
- Written by নিলয়
- Hits: 831
ফোল্ডার হচ্ছে এমন কিছু যা আপনার কম্পিউটারের হার্ডড্রাইভে ফাইল সংগ্রহ করে । ফাইল বিভিন্ন ধরনের হতে পারে যেমনঃ ডকুমেন্ট, প্রোগ্রাম ,স্ক্রীপ্ট ,লাইব্রেরী এবং অন্য যেকোন ধরনের ফাইল । ফোল্ডারের ভিতরে আপনি এক বা একাধিক ফোল্ডার বা ফাইল রাখতে পারেন ।
ফোল্ডার একজন ব্যবহারকারীকে তার প্রয়োজনীয় ফাইলগুলো গুছিয়ে রাখতে সহায়তা করে । যেমন একজন কলেজ স্টুডেন্ট তার ছবি ‘পিকচার’ নামের একটি ফোল্ডারে সংরক্ষণ করতে পারে । এরপর ব্যাক্তিগত তথ্যগুলো ‘পারসোনাল ইনফরমেশন’ নামে আরেকটি ফোল্ডারে সেভ করে রাখতে পারে । এইসব ফোল্ডারগুলোকে ‘মাই ডকুমেন্ট’ নামে আরেকটি ফোল্ডারের ভিতরে রাখতে পারে ।
কম্পিউটারের অপারেটিং সিস্টেমও লাইব্রেরী ফাইল ,ইউজার প্রেফারেন্স , সিস্টেম ফাইল ইত্যাদি ধরনের ডাটা সংরক্ষণ করার জন্য ফোল্ডার ব্যবহার করে । অনেক সময় ফোল্ডারে লক থাকে , যেটি নির্দিষ্ট ব্যবহারকারী ছাড়া কেউ ব্যবহার করতে পারে না । একটি ফোল্ডার গিগাবাইট স্টোরেজের ডাটা সেভ করতে পারে কিন্তু এটি হার্ডড্রাইভের খুব কম স্পেস নেয় । কারণ এটি অন্য ফাইলকে এবং ঐ ফাইলের অবস্থানকে নির্দেশ করতে ব্যবহৃত হয় ।
অপারেটিং সিস্টেম ও বিভিন্ন এপ্লিকেশন থেকে ফোল্ডার তৈরী হয় । একজন ব্যবহারকারী তার মাউসের রাইট বাটন ক্লিক করে এবং নিউ ফোল্ডার সিলেক্ট করে, ফোল্ডার তৈরী করতে পারে ।১৯৮১ সালে Xerox Star এ ফোল্ডারের সূচনা হয়েছিল , পরে এটি ম্যাক ও উইন্ডোজে জনপ্রিয়তা লাভ করে । এর আগে ইউনিক্স অপারেটিং সিস্টেমে ফোল্ডারকে ডাইরক্টরী এবং সাব ফোল্ডারকে সাব ডাইরক্টরী বলা হত ।