online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

Illegal Operation

সাধারন অর্থে ইলিগাল অপারেশন বলতে ইউজারের অবৈধ কোন কাজ বুঝায় , কিন্তু এটি প্রোগ্রামের বাগের কারনে হয় যা ইউজারের দোষ নয় । কম্পিউটারে যখন এরর দেখা দেয় ,তখন ইলিগাল অপারেশন নামে একটি মেসেজ স্ক্রীনে দেখায় । এর মানে হচ্ছে যে প্রোগ্রাম চলছে তার মধ্যে ভুল আছে । এছাড়া অপারেটিং সিস্টেমের মধ্যেও সমস্যা থাকতে পারে ।

ইলিগাল অপারেশন এর অন্যতম কারন হচ্ছে কমন এরর । এটি হচ্ছে মেমোরী লিক যেখানে এক প্রোগ্রামের মেমোরী অ্যাড্রেস অন্য প্রোগ্রামের মেমোরীতে স্পেস নেওয়ার চেষ্টা করে । যখন প্রোগ্রাম রানিং করার সময় এ মেসেজ দেখায় তখন ঐ প্রোগ্রামের এক্সিকিউশন বন্ধ হয়ে যায় এবং পরিশেষে প্রোগ্রামটিও বন্ধ হয়ে যায় । ইলিগাল অপারেশন ম্যাকিন্টোশ কম্পিউটার ও উইন্ডোজ দুইটিতেই দেখা যায় যদিও সিস্টেম লেভেল এরর এড়িয়ে চলার জন্য ম্যাক অপারেটিং সিস্টেম ভাল ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To