Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Interactive Video
- Details
- Written by ফয়সাল হোসেন সোহাগ
- Hits: 870
ইন্টারেক্টিভ ভিডিও এক ধরনের ডিজিটাল ভিডিও যেটি ব্যবহারকারীর নিয়ন্ত্রনে থাকে। অর্থাৎ ব্যবহারকারী ভিডিওটিকে চাইলে দেখতে ও পারেন আবার না ও দেখতে পারেন। কোন ভিডিও প্লে করার সময় সেটিতে আরো কিছু ভিডিও এর থাম্বনেইল থাকে যেটিতে ক্লিক করে সেই ভিডিও প্লে করা যায়। অথবা কোন একটি ভিডিও এর নির্দিষ্ট কিছু ক্লিক করার মত জায়গা থাকে যেটিতে ক্লিক করলে সেই ভিডিওটির ইনফরমেশন পাওয়া যায় অথবা অন্য কোন ভিডিও দেখা যায়। আমরা সিডির দোকানে যেমন অনেক সিডি দেখে নিজের পছন্দ মত ক্রয় করি, ঠিক তেমনি ইন্টারেক্টিভ ভিডিও ব্যবহারকারীকে ভিডিও নিয়ন্ত্রনের এবং পছন্দ অনুযায়ী দেখার সুযোগ দেয়।
বর্তমানে ইন্টারেক্টিভ ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পৃথিবীর এক নম্বর ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ইন্টারেকটিভ ভিডিও দেখা যায়। তাছাড়া অন্যান্য ভিডিও শেয়ারিং সাইটেও তা দেখা যায়। যেখানে একটি ভিডিও প্লে পেজে গেলে অনুসন্ধাঙ্কৃত ভিডিও এর উপর ভিত্তি করে একই ধরনের অনেক ভিডিও এর লিংক পাওয়া যায় এবং ভিডিওটি শেষ হলে আরো কিছু ভিডিও এর লিংক দেখানো হয়। যেগুলোতে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারী ভিডিওগুলো দেখতে পারেন। অনেক সময় ভিডিওতে অনেক বিজ্ঞাপন ক্লিকের জন্য প্রদর্শন করা হয়, তবে সেটইন্টারেক্টিভ ভিডিও নয়।