Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
iTunes
- Details
- Written by ফয়সাল সোহাগ
- Hits: 751
আইটিউন্স হল অ্যাপল কম্পিউটার কর্তৃক ডেভেলাপকৃত একটি সফটওয়্যার। এটির মাধ্যমে মিউজিক, মুভি, এপ্লিকেশন ফাইল, টিভির অনুষ্ঠান ইত্যাদি প্লে করা ও ডাউনলোড করা যায়। আইটিউন্সের মাধ্যমে আইটিউন্স স্টোর হতে গান, টিভির অনুষ্ঠান, ডিজিটাল বই, আইপড-আইপ্যাড এর এপ্লিকেশন সহ আরো অনেক কিছু ডাউনলোড করা যায়। তাছাড়া সিডি এবং হার্ডডিস্ক সহ অন্যান্য স্টোরেজে সংরক্ষিত সকল অডিও-ভিডিও গান প্লে করা যায়। এটির মাধ্যমে লাইভ স্ট্রীমিং করে ইন্টারনেট রেডিও, অডিও বই নসহ সকল ধরনের রেকর্ড করা সাউন্ড চালানো যায়। আইটিউন্সের মাধ্যমে কোন গান ইম্পোর্ট করলে তা সাথে সাথে আইটিউন্স লাইব্রেরীতে সংরক্ষিত থাকে। পরবর্তীতে এই লাইব্রেরী থেকে গান প্লে করা যায়। গ্রাহকের পছন্দ অনুসারে আইটিউন্সে স্মার্ট প্লে লিস্ট এর মাধ্যমে গান সাজিয়ে রাখা যায়।
আইটিউন্স মূলত আইপডের জন্য প্রস্তুত করা হলেও বর্তমানে এটি ম্যাক, কম্পিউটার, আইফোন, আইপড, আইপ্যাড, অ্যাপল টিভি ইত্যাদিতে ব্যবহার করা হচ্ছে। এখন কম্পিউটার থেকে যে কোন প্লে লিস্ট সহজেই আইটিউন্সের মাধ্যমে আইপডে নেয়া যায়।