Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
JRE
- Details
- Written by মাসপি
- Hits: 762
JRE এর পূর্ণরূপ হল "Java Runtime Environment" (জাভা রানটাইম এনভারমেন্ট) । এটাকে "Java RTE" ও লেখা যেতে পারে। জাভা সি এর মত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । তবে জাভা অ্যাপ্লেট এবং এপ্লিকেশনগুলো কম্পিউটারে রান করার জন্য জাভা রানটাইম এনিভারমেন্ট (JRE) ইনস্টল থাকা জরুরী। সান মাইক্রোসিস্টেম জাভা রানটাইম ডেভেলাপ করেছে এবং জাভা প্রোগ্রাম রান করার জন্য প্রয়োজনীয় জাভা ভার্চুয়াল মেশিন, কোড লাইব্রেরী এবং বিভিন্ন কম্পনেন্ট অন্তর্ভুক্ত । ম্যাক, উইন্ডোজ এবং ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য ভিন্ন ভিন্ন JRE আছে।
যদি কোন কম্পিউটারের jre ইনস্টল করা না থাকে তাহলে জাভা প্রোগ্রাম অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে না এবং রান করবে না। jre সফটওয়্যারটি জাভা প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার জন্য রানটাইম এনভারমেন্ট তৈরি করে। আবার ওয়েব ব্রাউজারে জাভা অ্যাপ্লেট রান হওয়ার জন্য এই ধরনের প্লাগ-ইন ইন্সটল থাকা জরুরী।