Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Keyboard
- Details
- Written by নিলয়
- Hits: 768
কি-বোর্ড হচ্ছে এমন একটি বোর্ড যেখানে বিভিন্ন কি থাকে । এটি মাউসের মতই কম্পিউটারের একটি প্রাইমারী ইনপুট ডিভাইস । মূলত টাইপ রাইটার কি-বোর্ডের ডিজাইন থেকে বর্তমানের কি-বোর্ডের ডিজাইন এসেছে , যেখানে বর্ণ ও নাম্বার সাজানো থাকে । এই কি-বোর্ডের লে-আউট কোয়ার্টি কি-বোর্ড নামে পরিচিত । এই নামটি কীবোর্ডের উপরের বাম দিকের " Q W E R T Y " অক্ষর থেকে QWERTY শব্দটি এসেছে।
যদিও ডিজাইনটি টাইপ রাইটার থেকে নেওয়া, তারপরও কি-বোর্ডে অনেক কি থাকে । মডিফায়ার কি যেমন কন্ট্রোল, অল্টার অপশন কমান্ড (ম্যাকের জন্য), উইন্ডোজ কী (উইন্ডোজের জন্য)ইত্যাদি । এগুলো সাধারনত শর্টকার্ট অপারেশনে ব্যবহৃত হয় । যেমন কমান্ড-এস(ম্যাকের জন্য) বা কন্ট্রোল এস (উইন্ডোজের জন্য) কোন ডকুমেন্ট সেভ করার জন্য ব্যবহৃত হয় । কী-বোর্ড তার প্রয়োজনীয় কাজ সম্পাদন করার জন্য ইন্ট্রিগেটেড সার্কিট ব্যবহার করে । যেমন প্রত্যেক কি এর জন্য বাইনারী কোড নির্ধারন করে তারপর একে CPU তে পাঠায় । পরে ইউজার এর ইনস্ট্রাকশন অনুযায়ী CPU ঐ কোডকে প্রসেস করে ।
অধিকাংশ কী-বোর্ডের শীর্ষে (F1-F12) পরযন্ত ফাংশনাল কী থাকে । এছাড়া নিউমারিক কী-প্যাড কী-বোর্ডের সর্বডানে থাকে । এছাড়া কী-বোর্ডে অনেক কি থাকে যেগুলো বিশেষ কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয় । যেমন স্ক্রিনশট নেওয়ার জন্য, ইমেইল অথবা ওয়েব ব্রাউজার ওপেন করার জন্য ইত্যাদি ।