Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
KOffice
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 657
KOffice এর প্রকৃত উচ্চারণ হল “কে-অফিস”। কে-অফিস হল ইউনিক্সভিত্তিক ডেস্কটপ ইন্টারফেস কেডিই(KDE) বা কে-ডেস্কটপ এনভায়রনমেন্টের একটি পরিপূর্ণ অফিস স্যুইট। সকল কেডিই অ্যাপ্লিকেশনের মধ্যে কে-অফিস সবচেয়ে আকর্ষণীয় কারণ এটি একাই কেডিই ইউজারদের প্রয়োজনীয় বেশীরভাগ ফিচারগুলো সরবরাহ করে। কেডিই-র মত, কে-অফিসের সোর্স কোড এবং অফিস স্যুইট দুটোই বিনামূল্যে ডাউনলোড করা যায়।
কে-অফিস বিভিন্নধরণের অ্যাপ্লিকেশন সমৃদ্ধ। এগুলোর মধ্যে আছে- প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, ম্যানেজমেন্ট বা পরিচালনা এবং অন্যান্য প্রোগ্রাম। কে-অফিস যেসব অ্যাপ্লিকেশনসমৃদ্ধ সেগুলোর একটি তালিকা নিম্নরূপঃ-
প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতাঃ
KWord – একটি কাঠামোনির্ভর ওয়ার্ড প্রসেসর।
KSpread – একটি স্প্রেডশীট প্রোগ্রাম।
KPresenter – একটি প্রেজেন্টেশন তৈরীর প্রোগ্রাম।
Kexi – একটি ডাটাবেজ প্রোগ্রাম।
ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাঃ
Krita - একটি রাস্টার গ্রাফিক সম্পাদনা করার প্রোগ্রাম যেটি লেয়ার সমর্থন করে।
Karbon14 - একটি ভেক্টর গ্রাফিক্স আঁকার অ্যাপ্লিকেশন।
Kivio - একটি ফ্লো-চার্ট করার প্রোগ্রাম।
ম্যানেজমেন্ট বা পরিচালনাঃ
KPlato - একটি প্রোজেক্ট পরিচালনা ও পরিকল্পনার প্রোগ্রাম।
অন্যান্য প্রোগ্রামঃ
KFormula - একটি গাণিতিক সূত্র সম্পাদনাকারী প্রোগ্রাম।
KChart - একটি লেখচিত্র ও চার্ট করার প্রোগ্রাম।
Kugar – একটি ব্যবসায়িক বিবরণী তৈরীর প্রোগ্রাম।
এছাড়া কে-অফিস সম্পর্কে আরো তথ্য http://www.koffice.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে।