Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Media compression
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 676
‘ফাইল কম্প্রেশনের’ মত ‘মিডিয়া কম্প্রেশন’-রও উদ্দেশ্য হল ফাইলের আকার ছোট করা এবং ডিস্কে জায়গা বাঁচানো। মিডিয়া কম্প্রেশনের অ্যালগরিদম বিভিন্ন মিডিয়ার (ইমেজ, অডিও ও ভিডিও) জন্য নির্দিষ্ট।
ইমেজ কম্প্রেশনের জম্য জন্য সবচেয়ে বেশী ব্যবহৃত হয় JPEG, GIF, PNG এই তিনধরণের কম্প্রেশন। JPEG কম্প্রেশন, সাধারণত ডিজিটাল ছবিতে প্রয়োগ করা হয় যেটি ‘লসি(Lossy) কম্প্রেশন অ্যালগরিদম’ (মূল ফাইলের তথ্য ও গুণাগুন কিছুটা হ্রাস(loss) পায়) ব্যবহার করে মূল ছবির কাছাকাছি রঙের সমন্বয় ঘটায় এবং মানুষের চোখের দ্বারা অগ্রহণযোগ্য রঙগুলি বাদ দেয়। GIF কম্প্রেশনে একটি ছবির বিভিন্ন কালার প্যালেট ২৫৬ বা তার কম কালারে হ্রাস পায়। PNG কম্প্রেশন ‘লসলেস(Lossless) কম্প্রেশন অ্যালগরিদম’ (মূল ফাইলের তথ্য ও গুণাগুন একই থাকে) ব্যবহার করা হয়।
অডিওর ক্ষেত্রেও কম্প্রেশনের জন্য বিভিন্ন অডিও ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়। স...বচেয়ে জনপ্রিয় ফরম্যাটগুলির মাঝে আছে MP3 এবং M4A যেগুলো কম্প্রেশন অ্যালগরিদম ব্যবহার করে অগ্রহণযোগ্য ফ্রীকোয়েন্সির শব্দ বাদ দেয়। কম্প্রেসবিহীন অডিও ফাইল যেমন-AIFF বা WAVE ডিস্কে বেশী জায়গা দখল করে। এসব ফাইল ইন্টারনেটে ছাড়ার আগে কম্প্রেস করা হয় এবং এই কম্প্রেসড ফাইলগুলির সাইজ সাধারণত মূল অডিও ফাইলের দশ ভাগের এক ভাগ।
জনপ্রিয় ভিডিও ফরম্যাট যেমনঃ MPEG ও Divx নির্দিষ্ট কোডেক ব্যবহার করে ভিডিও কম্প্রেস করে। কোডেকগুলি অ্যালগরিদম ব্যবহার করে বিভিন্নভাবে যেমনঃ অপ্রয়োজনীয় তথ্য মুছে দিয়ে বা অডিও ট্র্যাক কম্প্রেস করে ভিডিও কম্প্রেস করে। তবে যে কোডেক ব্যবহার করে ভিডিও ফাইলটি এনকোড করা হয়েছে পুনরায় ভিডিওটি চালানোর জন্য বা ডি-কোড করার জন্য একই কোডেকের দরকার হয়। তাই কোন কম্প্রেসড ভিডিও ফাইল কম্পিউটারে চালাতে হলে সেই কোডেকের প্রয়োজন হয়।