online

We have 18 guests and no members online

About us

Articles

Menu Bar

‘মেনু বার’ হল কোন প্রোগ্রামে আনুভূমিকভাবে থাকা বিভিন্ন অপশন বা মেনুর তালিকা। উইন্ডোজ প্রোগ্রামের ক্ষেত্রে, মেনু বার প্রতিটি খোলা উইন্ডোর উপরে থাকে। ম্যাক-র ক্ষেত্রে এটি সবসময় স্ক্রীনের উপরে থাকে। বেশ কিছু পার্থক্য বাদ দিলে প্রায় প্রত্যেক প্লাটফর্মে মেনু বারের কাজ প্রায় একরকম।

প্রায় সব প্রোগ্রামেই তাদের নিজস্ব মেনু বার থাকে। বেশিরভাগ মেনু বারে File, Edit ও View মেনু প্রথমেই থাকে। File মেনুতে বিভিন্ন অপশন যেমনঃ Save, Open File ..., Edit মেনুতে Undo, Copy, Paste এবং Select All, View মেনুতে উইন্ডো দর্শনযোগ্য করার বিভিন্ন অপশন থাকে। ওয়ার্ড প্রোগ্রাম যেমনঃ মাইক্রোসফট ওয়ার্ড এ মেনু বারে থাকে Insert, Format, Font, যেখানে ব্রাউজারের মেনু বারে এগুলি থাকে না। আবার ব্রাউজারের মেনু বারে থাকে History ও Bookmarks মেনু, যেটি আবার কোন ওয়ার্ড প্রোগ্রামে পাওয়া যাবে না।

মেনু বারের বিভিন্ন মেনু বা অপশনের জন্য আবার কি-বোর্ড শর্টকাট থাকে। ফলে মেনু বার থেকে সিলেক্ট না করে শুধুমাত্র একটি কি(key) চাপ দিয়েই নির্দিষ্ট কাজ করা সম্ভব। যেমনঃ ‘কপি’ করার জন্য মেনু বারের Edit মেনু থেকে Copy সিলেক্ট করার পরিবর্তে বেশীরভাগ প্রোগ্রামেই Control+C (উইন্ডোজ) বা Command+C (ম্যাক) চাপলেই চলে। কোন প্রোগ্রামের মেনু বারের বিভিন্ন অপশনের পাশে এর কি-বোর্ড শর্টকাট(যদি থাকে) লিখা থাকে। মেনু বার গ্রাফিকাল ইউজার ইন্টারফেস(GUI)-র একটি মৌলিক অংশ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To