Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Articles
OLE
- Details
- Written by পাভেল
- Hits: 653
“ওলে” ( OLE ) এর পূর্ণরূপ হচ্ছে “অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং”(Object Linking and Embedding )। এর উচ্চারণ অনেকটা স্প্যানিশ “O-L-E” কিংবা "Oh-lay!" এর মত । “ওলে” হচ্ছে এমন একটি ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে কোন একটি অবজেক্টকে একটি অ্যাপ্লিকেশান এর কোন একটি ডকুমেন্ট থেকে অন্য একটি অ্যাপ্লিকেশানের কোন একটি ডকুমেন্টে স্থানান্তর করা যায় । যেমন “ ওলে ” এর সাহায্যে আপনি কোন একটি ফটোএডিটিং প্রোগ্রাম থেকে কোন একটি ইমেজকে ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টে স্থানান্তর করতে পারবেন। “ওলে” ফ্রেমওয়ার্ক ডেভেলপ করে মাইক্রোসফট। প্রথমদিকে “ওলে” টেকনোলজি ডেভেলপ করা হয়েছিল বিভিন্ন কম্পাউন্ড ডকুমেন্টসের (যে সব ডকুমেন্টস একই সাথে বিভিন্ন ধরনের ডাটা সাপোর্ট করে) মধ্যে অবজেক্ট লিঙ্কিং করা জন্য। পরবর্তীতে মাইক্রোসফট “ওলে ” কে আরও বিস্তৃত করে “কম্পোনেন্ট অবজেক্ট মডেল” (সংক্ষেপে COM) তৈরী করে। ম্যাক, ইউনিক্স এবং উইন্ডোজ COM কে সাপোর্ট করে। যদিও এটি প্রাথমিকভাবে শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহৃত হয়েছিল। COM হচ্ছে আক্টিভেক্স (ActiveX) এর ভিত্তি, যা দিয়ে বিভিন্ন ওয়েব কন্টেন্ট তৈরী করা হয়।