online

We have 17 guests and no members online

About us

Articles

Open Firmware

কম্পিউটার সিস্টেম বুট আপের সময় এক ধরনের ফার্মওয়্যার ব্যবহার করা হয় যা ওপেন ফার্মওয়্যার নামে পরিচিত । এটি প্রসেসরকে কন্ট্রোল করে এবং অপারেটিং সিস্টেম লোড হওয়ার পূর্বে সিস্টেম পর্যবেক্ষন করে দেখে সব ঠিক আছে কিনা । এটি ডিভাইস ট্রি তৈরী করে যেখানে সব অভ্যন্তরীন ও বাহ্যিক ডিভাইস কানেক্টড থাকে । এছাড়া কম্পিউটার চালুর সময় এটি প্রত্যেকটি ডিভাইসের একটি ইউনিক এড্রেস ব্যবহার করতে পারে । বিভিন্ন ধরনের কম্পিউটার বিভিন্ন ওপেন ফার্মওয়্যার ব্যবহার করে । যেমন : পাওয়ার পিসি বেসড ম্যাকিন্টোশ কম্পিউটার সিস্টেম , সান মাইক্রোসিস্টেমের স্পার্ক-বেসড ওর্য়াকস্টেশন এবং আইবিএমের পাওয়ার সিস্টেম। অনেক উইন্ডোজ বেসড পিসি একই কারনে BIOS ব্যবহার করে | পাওয়ার পিসি বেসড ম্যাকিন্টোশে ওপেন ফার্মওয়্যার একসেস করতে হলে স্টার্ট আপের সময় কমান্ড অপশন –O-F চাপতে হয় । অপরদিকে সান সিস্টেমে ওপেন ফার্মওয়্যার স্টার্ট আপে প্রর্দশিত হয় ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To