Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Shortcut
- Details
- Written by Super User
- Hits: 694
কী-বোর্ড শর্টকাট হচ্ছে কম্পিউটারে কী-বোর্ডের মাধ্যমে দেওয়া কিছু কী-কমান্ড যা কম্পিউটারের প্রতিদিনের রুটিন-মাফিক কিছু কাজকে অনেক সহজ করে দেয়। যেমনঃ কোন ফাইল বা ডকুমেন্ট কম্পিউটারের কোন ড্রাইভে সেভ করা প্রয়োজন। কী-বোর্ড থেকে কন্ট্রোল-s (ctrl+s) চাপলেই ফাইল বা ডকুমেন্টটি সেভ হয়ে গেল। এই (ctrl+s) একটি কী-বোর্ড শর্টকাট।
উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, উবুন্টু এই সব অপারেটিং সিস্টেমে এমন আরো অনেক কী-বোর্ড শর্টকাট আছে । উইন্ডোজের কিছু কী-বোর্ড শর্টকাট
ফাইল সেভ = ctrl+s
ফাইল কপি = ctrl+c
ফাইল কপি = ctrl+v
ফাইল ওপেন = ctrl+o
ফাইল ক্লোজ = Alt+F4
এমন আরো অনেক শর্টকাট আছে উইন্ডোজে। ম্যাক, উবুন্টউ, লিনাক্সের অনেক শর্টকাটের সাথে উইন্ডোজের অনেক মিল আছে। আবার এইসব অপারেটিং সিস্টেমে তাদের নিজেদের ও কিছু কী-বোর্ড শর্টকাট আছে। এইসব শর্টকাট প্রোগ্রামের মেনুবারেই দেওয়া থাকে। কিছু কিছু শর্টকাট নিজ থেকে বা কারো সাহায্যে জেনে নিতে হয়।