Technical Terms - Technology Basic
802.11g
- Details
-
Written by মাসপি
-
Hits: 714
802.11g স্ট্যান্ডার্ড ২০০৩ সালের জুন মাসে আসে। এটি 802.11b এর মত এটিও ২.৪ গিগাহার্জ এ কাজ করে,কিন্তু ৫৪ মেগাবিট পার সেকেন্ডে গতিতে ডাটা ট্রাসফার করে। এটি ওয়াইফাই এর ক্ষেত্রে উচ্চ গতির নেটওয়ার্ক প্রদান করে। গতি, মান, ডাটা ট্রাসফার ও মূল্যের দিক বিবেচনা করে 802.11g প্রযুক্তি এই কয়েক বছরে জনপ্রিয়তা পেয়েছে। বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে 802,11g স্ট্যান্ডার্ডযুক্ত নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে 802.11g ওয়ারলেস রাউটার এবং ওয়াইফাই কার্ড প্রয়োজন। ওয়াইফাই রাউটার ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন অথবা কম্পিউটার সার্ভারের সাথে যুক্ত থাকে। নেটওয়ার্কে প্রতিটি অংশে যোগাযোগের জন্য ওয়াইফাই কার্ড প্রয়োজন যাতে ডাটা প্রেরণ ও গ্রহন করতে পারে।