Basic Terms
online
We have one guest and no members online
About us
Technical Terms - Technology Basic
ANSI
- Details
- Written by মাসপি
- Hits: 739
ANSI হল আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্সটিউট । এটি একটি প্রাইভেট অলাভজনক সংস্থা যা আমেরিকার প্রোডাক্ট , সার্ভিস,প্রসেস,সিস্টেম এবং বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করে থাকে । এর উদ্দেশ্য ছিল আমেরিকার জীবন-যাত্রার মান,ব্যবসা বাণিজ্যের উন্নতি,বিশ্ব প্রতিযোগিতায় আরো ভালভাবে টিকে থাকা। ১৯১৮ সালে প্রতিষ্ঠা হওয়া সংস্থাটিতে ১৩০০ সদস্যা আছে যেখানে বড় বড় কম্পিউটার কোম্পানিও আছে । কম্পিউটার কোম্পানিগুলো গ্রাহকদের জন্য ANSI স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্য ,সার্ভিস এর গুণগত মান নিশ্চিত করে। যেমন - ANSI C হল সি ল্যাঙ্গুয়েজের একটা ভার্সন যা ansi কমিটি দ্বারা অনুমুদিত। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ansi বিশাল প্রযুক্তির অঞ্চলে বিভিন্ন স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়। যেমন- FDDI হল প্রটোকলের সেট যা ফাইবার অপটিক ক্যাবলের মধ্য দিয়ে ডাটা পাঠায়। এটাও ansi স্ট্যান্ডার্ড । আপনি ansi সম্পর্কে আরো জানতে চাইলে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন । http://www.ansi.org/