online

We have one guest and no members online

About us

Technical Terms - Technology Basic

Boolean

বুলিয়ান বা বুলিয়ান লজিক হল বীজগনিতের উপসেট যা সত্য( true ) অথবা মিথ্যা (false) স্টেটমেন্ট তৈরি করা কাজে ব্যবহার হয় । বুলিয়ান এক্সপ্রেশনে AND, OR , XOR এবং NOT অপারেটর ব্যবহার করা হয় এবং এক্সপ্রেশনটি সত্য না মিথ্যা তা যাচাই করা হয়।
যেহেতু কম্পিউটারের সকল নির্দেশ বাইনারী ০ এবং ১ দ্বারা হয়ে থাকে, সেহেতু কম্পিউটারের লজিকগুলো বুলিয়ান টার্মে প্রকাশ হয়ে থাকে । এক্ষেত্রে কোন সত্য স্টেটমেন্টের ক্ষেত্রে এর মান ১ ধরা হয় আর মিথ্যা স্টেটমেন্টের ক্ষেত্রে এর মান ০ ধরা হয় । কম্পিউটার প্রসেসর জটিল জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক বুলিয়ান এক্সপ্রেশন ব্যবহার করা হয় । এগুলো লজিক গেইটের সাহায্যে প্রকাশ করা হয় । মজার ব্যাপার হল, বুলিয়ান এক্সপ্রেশনগুলো সার্চ ইঞ্জিনও সাপোর্ট করে । তথ্য খোঁজার ক্ষেত্রে সার্চ ইঞ্জিনে এ এক্সপ্রেশনগুলো ব্যবহার করলে আরো কাক্ষিত তথ্য পাওয়া যায় । যেমন - আপনি অ্যাপলের আই-ম্যাক সম্পর্কে জানতে চান । আপেল এবং অ্যাপলের বানান যেহেতু apple , সেহেতু আমরা এভাবে সার্চ দিতে পারি "Apple AND iMac NOT fruit " । ফলে সমস্ত তথ্য অ্যাপল এবং আই-ম্যাক সম্পর্কে আসবে । আপেল ফল সম্পর্কিত সমস্ত তথ্য বাদ দিয়ে দিবে ।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To