Basic Terms
online
We have one guest and no members online
About us
Technical Terms - Technology Basic
Clock Cycle
- Details
- Written by মাসপি
- Hits: 680
ক্লক সাইকেল হল সিপিইউ এর একটি ইলেকট্রনিক পালস । প্রতিটি সাইকেলে সিপিইউ একটি সাধারন কাজ সম্পন্ন করতে পারে। যেহেতু একটি সাধারন কাজ সম্পন্ন করতে একটি সাইকেলের প্রয়োজন হয় সেহেতু সিপিইউ এর বিভিন্ন প্রসেস সম্পন্ন করতে অনেক সাইকেলের প্রয়োজন হয়।
পদার্থবিজ্ঞানের ভাষায়, এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করতে পারে তাকে কম্পাঙ্ক বলে । এর একক হার্জ । এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করতে পারে তাকে প্রসেসরের কম্পাঙ্ক বলে । আধুনিক প্রসেসরগুলো এক সেকেন্ডে মিলিয়ন সাইকেল সম্পন্ন করতে পারে । তাই প্রসেসরের স্পীড মেগাহার্জ অথবা গিগাহার্জে পরিমাপ করা হয় । প্রসেসররের কম্পাঙ্ক ক্লকস্পীড নামে পরিচিত । তবে এমন না যে ক্লকস্পীড বেশি হলে প্রসেসরের গতি বেশি । কারন প্রসেসরে বিভিন্ন ধরনের কাজের নির্দেশনা থাকে , এই কাজগুলো সম্পন্ন করতে ভিন্ন ভিন্ন সংখ্যাক সাইকেল লাগতে পারে। ক্লকস্পীড কম হলেও কিছু প্রসেসর কাজের ভিন্নতার কারনের অন্যগুলো থেকেও দ্রুত কাজ করতে পারে ।