Basic Terms
online
We have one guest and no members online
About us
Bit and Byte Terms - Technology Basic
MTU
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 655
MTU(এম.টি.ইউ) এর পূর্ণ রূপ হল "Maximum Transmission Unit"। এম.টি.ইউ একটি নেটওয়ার্কিং টার্ম যা একটি নেটওয়ার্ক সংযোগের মধ্যে সবচেয়ে বড় প্যাকেট সাইজের চলাচলকে বোঝায়। প্যাকেট বলতে ডাটা বোঝানো হয়েছে। নেটওয়ার্ক সংযোগের টাইপের কারণে এম.টি.ইউ এর কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু মাঝেমঝে কম্পিউটারের নেটওয়ার্ক সেটিংস্ এর সাথে এম.টি.ইউ সমন্বয় করে নিতে পারে। কারণ উচ্চতর একত্রে অনেক বেশি ডাটা ট্রান্সফার করতে পারে সে হিসেবে উচ্চ এম.টি.ইউ সংযোগে নিম্নতর এম.টি.ইউ সংযোগের তুলনায় বেশি ব্যান্ডউইথ থাকে।
উদাহরণস্বরূপঃ একটি ইথারনেট কানেকশনের এম.টি.ইউ হল ১৫০০ বাইট। এখন ইথারনেট সংযোগের মধ্যে যদি কোন সিস্টেম ১৫০০ বাইটের চেয়ে বেশি ডাটা পাঠাতে চায় তবে ডাটাগুলো বিভিন্ন ছোট ছোট প্যাকেটে বিভক্ত হয়ে যায়। তখন এই ছোট প্যাকেটগুলোকে আবার রিসিভ করার সময় সমন্বয় করতে হয়। সৌভাগ্যবশতঃ যে কম্পিউটার ডাটা গ্রহন করে সেটি স্বয়ংক্রিয়ভাব প্যাকেটগুলোকে সমন্বয় করে নিতে পারে। তাতে এই ডাটা ট্রান্সফার প্রক্রিয়াটি একটু ধীরগতির হয়। বেশিরভাগ কম্পিউটারে ডিফল্ট এম.টি.ইউ সেটিংস্ ১৫০০ বাইট থাকায় এসব কম্পিউটার বিভিন্ন পয়েন্টে ইথারনেট সংযোগের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত।
(এটা ঠিক করতে হবে)