Basic Terms
online
We have one guest and no members online
About us
Bit and Byte Terms - Technology Basic
Null Character
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 635
নাল ক্যারেক্টার এমন একটি ক্যারেক্টার যার বিট মান ০(শূন্য) সেট করা থাকে। তাই এর সাংখ্যিক মান ০(শূন্য) এবং একটি স্ট্রিং ক্যারেক্টার যেমনঃ ওয়ার্ড বা ফ্রেইজ(Phrase) এর শেষ বোঝায়। যেমনঃ apple শব্দটিতে পাঁচটি ক্যারেক্টার আছে। তাই এটি ৫ বিট জায়গা নিবে। কিন্তু এর শেষ বোঝাতে ৬ষ্ঠ বিট স্থানে একটি নাল ক্যারেক্টার বসাতে হয়। নাল ক্যারেক্টার একজন কম্পিউটার প্রোগ্রামারকে একটি স্ট্রিং এর দৈর্ঘ্য নির্ণয় করতে সাহায্য করে। বাস্তব প্রয়োগে যেমনঃ ডেটাবেজ বা স্প্রেডশীট প্রোগ্রামে নাল ক্যারেক্টার খালি জায়গা পূরণ করতে ব্যবহার করা হয়।