online

We have one guest and no members online

About us

File Format Terms - Technology Basic

postScript

পোস্টস্ক্রিপ্ট হল একটি পেজ ডেস্ক্রিপশন ল্যাঙ্গুয়েজ বা পেজ বর্ণনাকারী ভাষা যা যেকোন পেজের টেক্সট ও যেকোন ধরণের গ্রাফিক্যাল কন্টেটকে বর্ণনা করে থাকে। সহজ ভাষায় স্ক্রিন ও প্রিন্ট দুই ক্ষেত্রেই পেজের গ্রাফিক্স ও টেক্সট কেমন দেখাবে তাই বর্ণনা করে এই পোস্টস্ক্রিপ্ট। ১৯৮৪ সালে অ্যাডোব এই ল্যাঙ্গুয়েজটি ডেভেলাপ করেছিল। এই সেই থেকে এই পর্যন্ত পোস্টস্ক্রিপ্ট আপডেট হয়ে আসছে।

পোস্টস্ক্রিপ্ট চালু হওয়ার পূর্বে পাবলিশিংয়ের এই সিস্টেমটি নির্দিষ্ট টাইপ ফরম্যাটের অন্তর্গত ছিল। কম্পিউটার ও প্রিন্টিং সিস্টেমের জটিলতায় এসব ফরম্যাট ওইসব ডিভাইসে মাঝেমাঝে সাপোর্ট করতো না। এমনকি পোস্টস্ক্রিপ্ট পূর্ববতী কালে টেক্সট, ইমেজ ও লাইন আর্টকে ম্যানুয়ালি একটি পেস্ট-আপ বোর্ডে এসেম্বল করে পরে ফটোগ্রাফির কাজ করতে হত। যার ফলে প্রিন্টিং প্লেটে ঐ পিকচার বা ছবিগুলো কিছুটা সুন্দর দেখাত বইকি তবে অ্যাডভান্সড প্রিন্টিং ডিভাইসগুলোতে খুব সহজে এর চাইতে ভাল ও উন্নতমানের পিকচার কোয়ালিটি পাওয়া যায়।

অ্যাডোব পোস্টস্ক্রিপ্ট আধুনিক সব ডিভাইসে সাপোর্ট করে এমন একটি স্ট্যান্ডার্ড ফরম্যাটের হাই কোয়ালিটি পেজ তৈরি করতে পারে যাতে টেক্সট, ইমেজ, লাইন আর্ট, এবং যাবতীয় সকল উপাদানসমূহ খুব সহজে সমন্বয় করা যায়।

উদাহরণস্বরূপঃ একটি পোস্টস্ক্রিপ্ট সাপোর্টেবল প্রিন্টার অন্য ধরনের পোস্টস্ক্রিপ্ট সাপোর্ট করে এমন প্রিন্টারের মত একইভাবে প্রিন্ট করে থাকে। তারা অ্যাডোব এ্যাক্রোবেট ব্যবহার করে থাকে ফলে একটি প্রিন্ট ম্যাকিন্টোশ ও উইন্ডোজ প্ল্যাটফর্মে একই রুপে দেখা দেয়। এই কারনে অ্যাডোব এ্যাক্রোবেট ও পিডিএফ এর ক্ষেত্রে খুব দ্রতই উন্নতি ও হচ্ছে।

ফাইল এক্সটেনশনঃ .PS, .EPS

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To