online

We have one guest and no members online

About us

File Format Terms - Technology Basic

Raster Graphic

কম্পিউটার স্ক্রীনে আমরা যে ছবিগুলো দেখি তার বেশিরভাগই রাস্টার গ্রাফিক্স। ইন্টারনেটে বিভিন্ন ছবি এবং ডিজিটাল ক্যামেরায় তোলা ছবির অধিকাংশই রাস্টার গ্রাফিক্স । এগুলো সাধারনত বিটম্যাপ ফরমেটে থাকে । এক্ষেত্রে বড় সাইজের ছবির জন্য বেশি মেমরীর প্রয়োজন হয় । উদাহরনসরূপঃ ৬৪০x ৪৮০ সাইজের ছবির জন্য ৩০৭২০০ পিক্সেল ছবির প্রয়োজন হয়। আবার ৬.৩ মেগাপিক্সেল ক্যামেরার ক্ষেত্রে ৩০৭২x২০৪৮ সাইজের ছবির জন্য ৬২৯১৪৫৬ পিক্সেলের প্রয়োজন হয়।

যেহেতু রাস্টার গ্রাফিক্সে অনেক বেশি তথ্য সংরক্ষন করতে হয়, সেহেতু বড় সাইজের ফাইলের ক্ষেত্রে বেশি বিটম্যাপের প্রয়োজন হয় । তবে ফাইলের সাইজকে কমানোর জন্য বিভিন্ন ইমেজ কম্প্রেশন এলগরিদম ব্যবহার করা হয় । JPEG এবং GIF হল বহুল ব্যবহূত একটি ইমেজ ফরমেট। এছাড়া ছবি কম্প্রেশনের জন্য বিভিন্ন ফরমেট রয়েছে।

যেসব ক্যামেরা রাস্টার গ্রাফিক্স সাপোর্ট করে সেসব ক্যামেরায় ছবি তুললে ছবিটির মানের কোন প্রকার ক্ষতি না করেই মূল ছবিটি সংরক্ষন করে । ফলে ছবিটি বড় আকারের হয়ে থাকে । যা প্রফেশনাল ফটোগ্রাফারদের খুব কাজে দেয়। তবে কোম্পানির বা কোন প্রতিষ্ঠানের লোগো তৈরির ক্ষেত্রে ভেক্টর গ্রাফিক্সই ব্যবহার করা হয়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To