Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Access Point
- Details
- Written by Super User
- Hits: 1229
অ্যাক্সেস পয়েন্ট হল এমন একটি ব্যাবস্থা যার মাধ্যমে কোন ওয়্যারলেস ডিভাইস কে নেটওয়ার্ক এ যুক্ত করা যায়। বেশীরভাগ ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্টে বিল্ট-ইন রাউটার থাকে এবং সেগুলো নেটওয়ার্কে যুক্ত থাকে। নয়ত অ্যাক্সেস পয়েন্টকে মডেম অথবা সুইচের সাথে তার দিয়ে সংযোগ দেওয়া থাকে। অধিকাংশ বাসা-বাড়ি, অফিসে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ওয়্যারলেস রাউটার থাকে, আর সেই রাউটার গুলো ডিএসএল বা তারযুক্ত মডেমের সাথে লাগানো থাকে। বড়সর এলাকায় একসাথে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয় যেন অনেক দূর থেকেও সহজেই নেটওয়ার্কে যুক্ত হওয়া সম্ভব হয়। কিছু অ্যাক্সেস পয়েন্ট আছে যেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত। এগুলো বিভিন্ন দোকান, ক্যাফে, রেস্ট্যুরেন্টে পাওয়া যায়। আবার সীমাবদ্ধ নেটওয়ার্ক গডে তুলতেও অ্যাক্সেস পয়েন্ট বানানো হয়। যেমন একটি অফিসে শুধু কর্মীদের জন্য নিরাপদ ও বিশেষ অ্যাক্সেস পয়েন্ট বানানো হয়।
অ্যাক্সেস পয়েন্ট হিসেবে সাধারণতঃ ওয়্যারলেস মাধ্যম ব্যবহার করা হয়। তবে ওয়াই-ফাই, ব্লু-টুথ ইত্যাদি এর মাধ্যমেও সংযোগ দেওয়া হয়। বেশীরভাগ অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে গ্রাহককে ইন্টারনেট সুবিধা দেওয়া হয়ে থাকে।
ওয়াই-ফাই ডিভাইস এর ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট কে WAP বা Wireless Access Point বলা হয়।