Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Active-Matrix
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 817
“অ্যাক্টিভ ম্যাট্রিক্স” হল এলসিডি স্ক্রীন বা সমতল মনিটরে ছবির মান উন্নত করার একটি বিশেষ পদ্ধতি। TFT ধরণের এলসিডি ডিসপ্লেতে এই ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। আমরা জানি যে স্ক্রীনে দেখানো ছবি অনেকগুলা পিক্সেলের সমষ্টি। এই পিক্সেলগুলোর উজ্জলতা কম বেশি করে অসংখ্য রঙের ছবি দেখানো হয়। অ্যাক্টিভ ম্যাট্রিক্স পদ্ধতিতে সরাসরি পিক্সেলের নিয়ন্ত্রক ক্যাপাসিটরের চার্জ কম বেশি করে দ্রুগতিতে ছবি বা মোশন দেখানো সম্ভব হয়। অপরপক্ষে প্যাসিভ ম্যাট্রিক্স পদ্ধতিতে আলাদা আলাদা তারের সাহায্যে প্রতিটা পিক্সেলের রঙ বদলাতে হয় বলে সেটা খুব ধীরগতির হয়।
অ্যাক্টিভ ম্যাট্রিক্স পদ্ধতিতে খুব দ্রুত সময়ে প্রতিটা পিক্সেল নিয়ন্ত্রণ করা যায় বলে স্ক্রীনে অনেক ভালো উজ্জলতা আর রঙের ছবি দেখা যায়। সাম্প্রতিক কালের সকল কম্পিউটার মনিটর, ল্যাপটপ স্ক্রীন আর এলসিডি/এলইডি মনিটরে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। উল্লেখ্য অ্যাক্টিভ ম্যাট্রিক্স যুক্ত এলসিডি কে AMLCD এবং ওএলইডি কে AMOLED বলা হয়।