Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
ADC
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 734
এডিসি হল “অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার” (Analog to Digital Converter)। কম্পিউটারে যেসব অ্যানালগ ডিভাইস থাকে তাদের সিগনাল কে ডিজিটালে পরিণত করাই এডিসির কাজ। কেননা কম্পিউটার কাজ করে ডিজিটাল পদ্ধতিতে। যেকোন সিগনালকে বাইনারি পদ্ধতিতে ডিজিটালাইজ করা প্রবেশ করাতে হয়। সেই কারণে এডিসি এর প্রয়োজন।
যেমন ম্যাগনেটিক টেপে রেকর্ড করা ভিডিও কম্পিউটারে প্রেরণ করতে এডিসি এর দরকার কারণ কম্পিউটার তো আর ম্যাগনেট টেপ থেকে ডাটা উদ্ধার করতে পারবেনা। তাই ম্যাগনেট টেপ পড়ার জন্য যে বক্স ব্যবহার করার হয় সেটা এডিসি। আবার একটা মাইক্রোফোন অ্যানালগ পদ্ধতিতে ইনপুট নেয়। সেটা কম্পিউটারের বোধগম্য করতে এডিসি এর প্রয়োজন। এই কারণে সাউন্ড কার্ডে এডিসি থাকে যা ইনপুটকে ডিজিটাল করে কম্পিউটারে পাঠায়।
অনেক ক্ষেত্রেই কম্পিউটার আউটপুট হিসেবে অ্যানালগ সিগনাল উৎপন্ন করতে পারে। যেমন শব্দ উৎপন্ন করতে অ্যানালগ সিগনাল দরকার। সেক্ষেত্রে ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দরকার হয়।
এডিসি মানে অ্যাপেল এর তৈরী অ্যাপেল ডিসপ্লে কানেক্টর ও বোঝানো হয়। এটা একটি বিশেষ ধরণের কেবল যাতে ডিভিআই, ইউএসবি আর এসি পাওয়ার সম্বিলিত ভাবে যুক্ত থাকত। ২০০৪ সালের পর থেকে এটার উৎপাদন বন্ধ হয়ে গেছে।