Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
ADF
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 714
এডিএফ হল “অটোমেটিক ডকুমেন্ট ফিডার” (Automatic Document Feeder)। এটা হল ফটোকপি মেশিন বা প্রিন্টারে বা স্ক্যানারে যুক্ত একটা ছোট্ট ব্যাবস্থা যার মাধ্যমে বাইরের কারো সাহায্য ছাড়াই মেশিনের মাঝে প্রয়োজনমত কাগজ প্রবেশ করানো সম্ভব হয়। এর মাধ্যমে অল্প সময়ে অনেক কাগজ কপি, প্রিন্ট বা স্ক্যান করানো যায়।
এডিএফ হল ফ্ল্যাটবেড পদ্ধতির উল্টা যেখানো কাউকে নিজে হাতে সমতল প্লেটে কাগজ বসিয়ে দিতে হত। অনেক মেশিনে এডিএফ ও ফ্ল্যাটবেড দুইটাই থাকে।