Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
ADSL
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 758
এডিএসএল হল “অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন”। এটা হল সাধারণ টেলিফোন লাইনের মধ্য দিয়ে দ্রুতগতিতে তথ্য প্রেরণের পদ্ধতি। এটাকে অ্যাসিমেট্রিক বলার কারণ হল এতে ডাউনলোড আর আপলোড এর গতি সমান নয়। এডিএসএল কেবলে ডাউনলোড এর গতি ১.৫ মেগাবিট/সেকেন্ড আর আপলোড এর গতি ২৫৬ কিলোবিট/সেকেন্ড। যেসব ব্যবহারকারী তথ্য আপলোডের চেয়ে ডাউনলোড বেশী করেন তাদের জন্য এডিএসএল ভালো একটি উপায় হতে পারে। তবে বিভিন্ন সার্ভার বা যারা স্ট্রীম করেন তাদের জন্য এডিএসএল প্রতিবন্ধক।
অনুরুপ: DSL: “ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন” সাধারণ টেলিফোন তারের মধ্য দিয়ে উচ্চগতিতে তথ্য প্রেরণ করতে পারে।
SDSL: এটা হল “সিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন” যা দিয়ে উভয় দিকেই ৬৪০ কিলোবিট হারে তথ্য আদান প্রদান করা সম্ভব।