Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
ALU
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 781
এএলইউ হল “অ্যারিথমেটিক লজিক ইউনিট”। সিপিইউ বা জিপিইউ এর মাঝে যে ইলেক্ট্রনিক সার্কিট গাণিতিক নির্দেশ সম্পাদন করে তাকে বলা হয় এএলইউ। এটা বুলিয়ান পদ্ধতিতে প্রদত্ত উপাত্তকে লজিক গেইট ব্যবহার করে তুলনামূলক ফলাফল নির্ণয় করতে পারে।
এএলইউ শুধু মাত্র যোগ আর বিয়োগ করতে পারে। এটা ইনটেজার টাইপ তথ্য নিয়ে কাজ করে। অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করলে তাদের ফলাফলও ইনটেজার ধরণের হয়। তবে “ফ্লোটিং পয়েন্ট ইউনিট” এর সাহায্যে নন-ইনটেজার ধরণের হিসাব করানো সম্ভব হয়।
এএলইউ হল প্রসেসরের মূল চালিকাশক্তি। দ্রুত হিসাবের কাজ করার জন্য প্রসেসরে একাধিক এএলইউ থাকতে পারে। এএলইউ এর ইনটেজার নিয়ে কাজ করার শক্তিই প্রসেসরের গতির মূল নিয়ামক।