Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
ATA
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 763
এটিএ হল “অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট”। এটা হল এক ধরণের হার্ডড্রাইভ যেটা কোনো কন্ট্রোলার ছাড়াই নিজেই মাদারবোর্ডের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে। মাদারবোর্ড এ অবশ্যই এটিএ ড্রাইভ কাজ করার ব্যাবস্থা থাকে। বিভিন্ন গতির এটিএ কানেকশান রয়েছে। যেমন এটিএ-১, এটিএ-২ (ফাস্ট এটিএ নামেও পরিচিত), এটিএ-৩, আল্ট্রা এটিএ (৩৩ মেগাবিট/সেকেন্ড তথ্য আদান প্রদান গতিসম্পন্ন), এটিএ/৬৬ (৬৬ মেগাবিট/সেকেন্ড গতিসম্পন্ন) এবং এটিএ/১০০ যা ১০০ মেগাবিট/সেকেন্ডে তথ্য আদান প্রদানে সক্ষম।
এটিএ কথাটির সাথে আইডিই নামটা সম্পর্কিত। আইডিই হল “ইনটিগ্রেটেড ড্রাইভ ইলেক্ট্রনিকস” যেটা কন্ট্রোলার ছাড়া মাদারবোর্ডে ড্রাইভ যুক্ত করার টেকনোলজিকে বোঝায়। এই কারণে এটিএ ড্রাইভে “এটিএ/আইডিই” কথাটি লেখা থাকে।