Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Boot Disk
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 800
বুট ডিস্ক বলতে বোঝায় এমন ধরণের ডিস্ক যা থেকে তথ্য নিয়ে কম্পিউটার বা অপারেটিং সিস্টেম চালু হতে পারে। বুট ডিস্ক হিসেবে হার্ডডিস্ককেই ভাবা হয়। কম্পিউটার চালু করলে এই ডিস্কে থাকা অপারেটিং সিস্টেম বুটের মাধ্যমে চালু হয়।
কম্পিউটারের ভেতরে থাকা ডিস্ক ছাড়াও বাইরের অন্য কোন মাধ্যম যেমন সিডি/ডিভিডি ড্রাইভ, ফ্লপি ডিস্ক, ইউএসবি ফ্ল্যাশ ডিস্ক ইত্যাদি থেকেও বুট করা সম্ভব। তবে সেক্ষেত্রে বুট ডিস্ককে অবশ্যই কম্পিউটার পড়তে পারে এমনভাবে অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকতে হবে। বুট ডিস্কে সমস্ত অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকতে পারে যেমন উইন্ডোজ বা ম্যাক ইন্সটল করা থাকে। আবার ছোট্ট সফটওয়্যার বা লাইভ অপারেটিং সিস্টেমও থাকতে পারে যেমন জিপার্টেড পার্টিশন ম্যানেজার বা স্ল্যাক্স।
কম্পিউটারের হার্ডড্রাইভ নষ্ট হলে বা অপারেটিং সিস্টেমের কোথাও কোন সমস্যা থাকলে সেগুলো মেরামত করতে বুট ডিস্ক খুবই কার্যকরী। এক্ষেত্রে ইউএসবি ডিস্ক বা সিডি/ডিভিডি ডিস্ক ব্যবহার করা হয়।