Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Bridge
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 735
যখন দুইটা রাস্তা যোগ করার প্রয়োজন হয় কিংবা কোন নদীর উপর দিয়ে যাতায়াতের মাধ্যমের দরকার হয় তখন আমরা ব্রিজ ব্যবহার করি। কম্পিউটারের পরিভাষায় ব্রিজ বলতে বোঝায় এমন এক পদ্ধতি যা দুই বা ততোধিক "লোকাল এরিয়া নেটওয়ার্ক' বা ল্যান-কে একত্রিত করতে সাহায্য করে।
ব্রিজ অনেকটা রাউটারের মতই, তবে পার্থক্য এই যে রাউটার এর মাঝ দিয়ে যাওয়া তথ্য যাচাই করে দেখতে পারে, বা দরকার অনুযায়ী ফায়ারওয়াল বসাতে পারে। কিন্তু ব্রিজ এসবের কোনটাই করেনা। এটা শুধুমাত্র অনেকগুলো ল্যান কানেকশানকে একত্রিত করে। তবে ব্রিজের মাধ্যমে একাধিক প্রটোকলের মধ্য তথ্য আদান প্রদান করা সম্ভব।