Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Bus
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 746
বাস মানে হল কম্পিউটারের মাঝে কতগুলো তার দিয়ে বানানো রাস্তা যার মাধ্যমে বিভিন্ন ডিভাইস তাদের মাঝে তথ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ বাসের মধ্য দিয়ে তথ্য এদিক ওদিক সবদিকে ছোটাছুটি করতে পারে।
কম্পিউটার বাসের তথ্য ধারণের ক্ষমতা আছে যেটা র মাধ্যমে বোঝা যায় বাসটি একসাথে কতটুকু তথ্য নিতে পারে। সেটা সাধারণত ৩২ বিট বা ৬৪ বিটের হয়। আবার বাসের মধ্য দিয়ে তথ্য প্রেরণের নির্দিষ্ট গতি থাকে যা মেগাহার্টজ দ্বারা পরিমাপ করা হয়। যেমন কোন বাসের গতি ৮০০ মেগাহার্টজ হলে বলা যায় যে সেই বাসের মধ্য দিয়ে সেকেন্ডে ৮০০ বার তথ্য আদান প্রদান করা সম্ভব।
কম্পিউটারে দুই ধরণের বাস থাকে। প্রাইমারি বা প্রাথমিক বাস বলতে ফ্রন্টসাইড বাসকে বোঝানো হয় যা সিপিইউ থেকে মেমরি, ডিস্ক বা পিসিআই ডিভাইসে তথ্য আদান প্রদানে সাহায্য করে। ব্যাকসাইড বাস নামে আরেক ধরণের বাস আছে যা সিপিইউ থেকে লেভেল ২ক্যাশ মেমরিতে তথ্য আদান প্রদান করে।