Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Chipset
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 793
“চিপসেট” মানে হল আইসি-এর গঠনশৈলী যেটা তার মাঝে অবস্থিত জিনিসগুলোর বৈশিষ্ট্য তুলে ধরে।
যেমন বলা যাক একটি মাদারবোর্ডে র্যাম, প্রসেসর ইত্যাদি কে নিয়ন্ত্রণ করার জন্য একটা চিপসেট থাকে যা ওই সকল ডিভাইস কে নিয়ন্ত্রণ করতে পারে। আবার সাউন্ড কার্ডে যে চিপসেট থাকে তা শুধু অডিওকে সিগনালকে নিয়ন্ত্রণ করে কম্পিউটার থেকে স্পিকারে পাঠাতে পারে।