Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
CISC
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 666
সিআইএসসি মানে হল “কমপ্লেক্স ইন্সট্রাকশান সেট কম্পিউটিং” (Complex Instruction Set Computing)। এটা হল প্রসেসর দিয়ে একসাথে একাধিক নির্দেশ বা কাজ সম্পাদন করার বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রসেসরের মধ্য দিয়ে একই সময়ে একাধিক নির্দেশ পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় এবং ফলাফল পাওয়া যায়। তবে এই কাজের জন্য অ্যাসেম্বলি কোড দরকার হয়।
পরবর্তীতে আরআইএসসি বা “রিডিউসড ইন্সট্রাকশান সেট কম্পিউটিং” নামের পদ্ধতি বের হয় যেটা দিয়ে প্রসেসর নিজে থেকেই জটিল নির্দেশ ছাড়াই পাইপলাইনের মাধ্যমে একই সময়ে একাধিক কাজ করা সম্ভব।