Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Clone
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 716
“ক্লোন” বলতে জীববিজ্ঞানে একই প্রাণী থেকে অনেক প্রাণী সৃষ্টির পদ্ধতি বোঝায়। কম্পিউটার এর পরিভাষায় ক্লোন মানে হল একটি মডেল বা আর্কিটেকচারের কম্পিউটার এর অনেকগুলো সংস্করণ বের করা।
যেমন বলা যায় অ্যাপেল আর ইনটেল মিলে একটি আর্কিটেকচারের কম্পিউটার তৈরী করল। তারপর সেটাকে মডেল হিসেবে নিয়ে একই কার্যক্ষমতা ও বৈশিষ্ট্যের অনেকগুলো কম্পিউটার তৈরী করা হলে সেগুলোকে ক্লোন বলা হবে।
আবার একাধিক সফটওয়্যার যদি একই ধরনের সুবিধা দেয় তাহলে তাদেরকে ক্লোন বলা যায়। যেমন ওপেন অফিস.অর্গ কে মাইক্রোসফট অফিসের ক্লোন বলা যেতে পারে।