Basic Terms
online
We have 6 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Component
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 688
“কম্পোনেন্ট” মানে কম্পিউটারের বা কোন ডিভাইস এর মাঝে থাকা একগুচ্ছ উপাদানকে বোঝায়। যেমন একটা কম্পিউটারের মাঝে সিপিইউ, ram, ডিস্ক ইত্যাদি থাকে। তাহলে এগুলো হল কম্পিউটারের কম্পোনেন্ট। আবার প্রসেসরের মাঝে এএলইউ, ক্যাশ মেমরি, মেমরি কন্ট্রোলার ইত্যাদি থাকে। তাহলে এসব হল প্রসেসরের কম্পোনেন্ট।
কম্পোনেন্ট শব্দটি একধরণের ভিডিও ডিসপ্লে সিস্টেম বোঝানর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। কম্পোজিট ভিডিও নামের এই বিশেষ ভিডিওতে লাল, সবুজ আর নীল রঙের সিগনাল একইসাথে প্রেরণ করা হয়।