Basic Terms
online
We have 6 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Computer
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 745
কম্পিউটার মানে বোঝায় এমন যন্ত্র যা কম্পিউট বা হিসাব করতে পারে। কিন্তু এর ধারনা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। কম্পিউটার হল এমন একটি যন্ত্র যা নিজে হিসাব বা কাজ সম্পাদন করতে পারে, ফলাফল দরকারমত উপায়ে দেখাতে পারে এবং প্রচুর পরিমাণে তথ্য সংরক্ষণ করতে পারে। এরকম কম্পিউটারকে পিসি বা পার্সোনাল কম্পিউটার বলা হয়।
অবশ্য আরো ভেতর থেকে এরকম যন্ত্রের মূল অংশটুকু যেটা নির্দেশ পালন করে সেটাকে কম্পিউটার বলা হয়। যেমন – সিপিইউ।
কম্পিউটারের ভেতরে সিপিইউ, র্যাম, ডিস্ক, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ইত্যাদি থাকে। ক্ষমতাভেদে কম্পিউটার “মিনি-কম্পিউটার”, “সুপার-কম্পিউটার” ইত্যাদি বিভিন্ন ধরণের হয় যাদের কাজ করার ক্ষমতা সাধারণ পিসির চেয়ে অনেকগুণ বেশী।