Basic Terms
online
We have 5 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
DVD
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 605
ডিভিডি মানে হল "ডিজিটাল ভার্জাটাইল ডিস্ক" (Digital Versatile Disc)। একে "ডিজিটাল ভিডিও ডিস্ক" ও বলা হয় কারণ সিনেমা বা ভিডিও চিত্র ধারণ ও প্রচার করতে ডিভিডির বহুল ব্যবহার রয়েছে।
ডিভিডি হল সিডি এর মতই আকৃতি ও মাপের ডিস্ক, তবে এটা সিডির তুলনায় অনেকগুণ বেশি তথ্য ধারণ করতে পারে। এর খাঁজগুলো আরো সুক্ষ্ম হয় এবং এতে তথ্য রাখতে ও পড়তে বিশেষ ধরণের লেজারের প্রয়োজন হয়। একটা সাধারণ ডিভিডি ৪.৭ গিগাবাইট তথ্য ধারণে সক্ষম। ডুয়াল-লেয়ার ডিভিডি তে ৮.৫ গিগাবাইট, এবং ডিস্কের উভয় দিকে ডাটা বার্ন করে ১৭ গিগাবাইট তথ রাখা সম্ভব।