Basic Terms
online
We have 4 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
DVD±R
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 719
ডিভিডি-আর মানে হল "ডিজিটাল ভার্জাটাইল ডিস্ক±রেকর্ডেবল" (Digital Versatile Disc±Recordable)। এটা একধরণের ডিভিডি যেটা ডিভিডি ড্রাইভ দিয়ে রাইট করা যায় বা তথ্য রাখা যায়।
সিঙ্গেল লেয়ার ডিভিডি আর ৪.৭ গিগাবাইট, ডুয়াল-লেয়ার ডিভিডি আর ৮.৫ গিগাবাইট তথ্য ধারণ করতে সক্ষম।
উল্লেক্ষ্য যে ডিভিডি+আর ও ডিভিডি-আর এর মাঝে পার্থক্য এই যে ডিভিডি+আর এ তথ্য খুব দ্রুত লেখা যায় এবং এতে তথ্যের মান বেশি ভালো থাকে যেটা ডিভিডি-আর এ সম্ভব নয়।