Basic Terms
online
We have 3 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
FPU
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 603
এফপিইউ মানে "ফ্লোটিং পয়েন্ট ইউনিট" (Floating Point Unit)। এটা হল প্রসেসরের সাধারণ কাজ যেমন যোগ বিয়োগ করার ক্ষমতাকে কাজে লাগিয়ে জটিল কাজ যেমন বর্গমূল, ঘাত ইত্যাদি সম্পাদন করার জন্য সহকারী-প্রসেসর (Coprocessor)।
আমরা জানি যে প্রসেসরের এএলইউ সাধারণ যোগ বিয়োগ ইত্যাদি এর কাজ করতে পারে। ঋণাত্মক সংখ্যা বা দশের ঘাত প্রকাশ করতে হলে একটু জটিল পদ্ধতির প্রয়োজন হয়। এফপিইউ হল সেই অংশ যা প্রসেসরকে জটিক গাণিতিক হিসাব সম্পাদন করতে সাহায্য করে। আধুনিক সকল প্রসেসরে এফপিইউ চিপের সাথে বসানো থাকে। এফপিইউ এসব ছাড়াও ত্রিকোণমিতিক ও অ্যালগিরদমের কাজ করতে পারে।