Basic Terms
online
We have 3 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Friendly URL
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 563
"ফ্রেন্ডলি ইউআরএল" হল ওয়েবসাইট এর এমন ঠিকানা যা মনে রাখা ও লেখা সুবিধাজনক। দুই ধরণের ফ্রেন্ডলি ইউআরএল রয়েছে। একটা হল ব্যবহারকারীর কাছে সুবিধাজনক আরেকটি সার্চ ইঞ্জিনের কাছে।
ইউজার ফ্রেন্ডলি ইউআরএল হল বাবহারকারী সহজে মনে রাখতে পারে এমন ঠিকানা। যেমন http://en.wikipedia.org/wiki/Bangladesh - এটি একটি ইউজার ফ্রেন্ডলি ইউআরএল। যদি এটা এমন হত - http://en.wikipedia.org/wiki/countries/asia/b/countryid=0x898?lang=EN তাহলে তা মনে রাখা বেশ কঠিন হত।
সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল হল সার্চ ইঞ্জিন সহজেই খুঁজে পেতে পারে এমন ঠিকানা। ইউআরএল-এ ওই ওয়েব পেজে থাকা বিষয় তুলে ধরলে তা ভিজিটর, ওয়েবমাস্টার এবং সার্চ ইঞ্জিনের কাছে ভালো গ্রহনযোগ্যতা পায়। যেমন www.technologybasic.com/term=1205 লিখলে বোঝা যায়না সেই পেজে কি আছে। এটা যদি এমন হয় - www.technologybasic.com/Friendly-URL - তাহলে সার্চ ইঞ্জিনে খুঁজলে সহজেই পেজের ঠিকানা পাওয়া যাবে।