Basic Terms
online
We have 3 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
FSB
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 580
এফএসবি মানে "ফ্রন্টসাইড বাস" (Frontside Bus)। ফ্রন্টসাইড বাস হল সেই বাস যার মাধ্যমে প্রাইমারি মেমরি বা র্যাম এবং কম্পিউটারের অন্যান্য ডিভাইস থেকে তথ্য সিপিইউ-তে প্রবাহিত হয়। তাই একে সিস্টেম বাস-ও বলা হয়ে থাকে।
এফএসবি প্রসেসরের মতই মেগাহার্টজ বা গিগাহার্টজ এককে মাপা হয়। সাধারণত প্রসেসর সিস্টেম বাসের চেয়ে দ্রুতগতির হয়। তাই এফএসবি কম হলে তা কম্পিউটারের ক্ষমতায় প্রভাব ফেলে।
নতুন প্রসেসরগুলোতে এফএসবি নেই। এগুলোতে মেমরি থেকে তথ্য সরাসরি প্রসেসরের নিজস্ব মেমরি কন্ট্রোলার মাধ্যমে প্রবাহিত হয়।