Basic Terms
online
We have 3 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
GPU
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 697
জিপিইউ মানে "গ্রাফিক্স প্রসেসিং ইউনিট" (Graphics Processing Unit)। গ্রাফিক্স কার্ড বা কোন ভিডিও আউটপুট দেয় এমন যন্ত্রে ভিডিও প্রসেস করে যে চিপ তাকে জিপিইউ বলে। এটা কাজের দিক দিয়ে সিপিইউ'র মতই। পার্থক্য এই যে এটা শুধু ভিডিও সিগনাল প্রসেস করে।
প্রসেসর যেমন সেকেন্ডে হাজার হাজার গাণিতিক হিসাব সম্পন্ন করে, তেমনি জিপিইউ তার ট্রানজিস্টরের সাহায্যে ছবিতে রেখা, আলো, ছায়া, রঙ, মোশান ইত্যাদি বিভিন্ন তথ্য যাচাই করে ভিডিও আউটপুট দেখায়। প্রতি সেকেন্ডে বহুভূজ তৈরীর হার থেকে জিপিইউ'র ক্ষমতা নির্ণয় করা হয়।