Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
HSF
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 688
এইচএসএফ মানে হল "হিট সিঙ্ক অ্যান্ড ফ্যান" (Heat Sink and Fan)। কম্পিউটারের বিভিন্ন অংশ ঠান্ডা রাখতে হিট সিঙ্ক ব্যবহার করা হয়। হিট সিঙ্ক থেকে তাপ যেন দ্রুত ছড়িয়ে পড়ে সেজন্য হিট সিঙ্কের সাথে ফ্যান লাগানো হয়। তখন সেটাকে বলে এইচএসএফ।
এখনকার যুগে প্রসেসরের পাশাপাশি গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, র্যাম ইত্যাদি এও এইচএসএফ ব্যবহার করা হচ্ছে।