Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Hub
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 769
হাব হল এমন একটি ডিভাইস যেটা কয়েকটি একই ধরণের কানেকশানকে একত্রিত করতে পারে। নেটওয়ার্কের ক্ষেত্রেই মূলত হাব শব্দটির বেশী ব্যবহার রয়েছে। দুই বা ততোধিক কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করতে হাবের প্রয়োজন হয়। এতে সকল কম্পিউটার থেকে আগত ইথারনেট কেবল লাগানোর ব্যবস্থা থাকে।
এছাড়া ইউএসবি হাব নামেও একটি ডিভাইস আছে। এটা একটা ইউএসবি পোর্ট থেকে কয়েকটি সমক্ষমতার ইউএসবি পোর্ট ব্যবহার করার সুবিধা দেয়। কিছুক্ষেত্রে এতে বাইরে থেকে অল্প বিদ্যুৎ উৎসের দরকার হয়।