Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
IBM Compatible
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 696
আইবিএম কম্প্যাটিবল মানে হল আইবিএম কোম্পানির তৈরী অপারেটিং সিস্টেমে চালানোর উপযুক্ত এমন ডিভাইস।
কম্পিউটারের প্রাথমিক দিনগুলোতে অ্যাপেল আর আইবিএম এই দুই কোম্পানি ছিল অপারেটিং সিস্টেমসহ কম্পিউটার তৈরীর মূল পথিকৃৎ। অ্যাপেল তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের দিয়ে তাদের বানানো কম্পিউটার চালাতো। আর আইবিএম তাদের পিসি-ডস অপারেটিং সিস্টেমের আদলে কম্পিউটার বানাতো। পরে আস্তে আস্তে কম্পিউটারের চাহিদা এত বেড়ে যায় যে আইবিএম-এর পক্ষে নিজে এত কম্পিউটার বানানো সম্ভব হলনা। তখন শুরু হল পিসি-ক্লোনিং। অন্য অনেক কোম্পানি আইবিএম এর অপারেটিং সিস্টেমের সাথে কাজ করতে সক্ষম এমন যন্ত্রাংশ তৈরী করতে লাগলো। সেক্ষেত্রে "আইবিএম কম্প্যাটিবল" শব্দটি সাহায্যে ডিভাইসগুলোর উপযোগীতা প্রকাশ করা হত।
১৯৯৫ সালে মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫ আসার পর আইবিএম-এর ব্যাবসা আরেকবার উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। ২০০৫ সালের পর আইবিএম-এর পিসি উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন "আইবিএম কম্প্যাটিবল" এর বদলে "উইন্ডোজ কম্প্যাটিবল" কথাটি ব্যবহৃত হয়।