online

We have one guest and no members online

About us

Hardware Terms - Technology Basic

IDE

আইডিই দুইটি আলাদা অর্থ বহন করে।

১. আইডিই মানে হল ইনটিগ্রেটেড ডিভাইস ইলেক্ট্রনিক্স (Integrated Device Electronics)। এটা হল ডিস্ক ড্রাইভে যুক্ত অভ্যন্তরীণ কন্ট্রোলারসহ পদ্ধতি যার সাহায্যে একটি ডিস্ক ড্রাইভকে কোন অতিরিক্ত কন্ট্রোলার বা ডিভাইস ছাড়াই সরাসরি মাদারবোর্ডে লাগানো যায়। সত্যিকার আইডিই ইন্টারফেসের সাহায্যে সর্বোচ্চ ৫৪০ মেগাবাইট/ আকারের ড্রাইভ নিয়ে কাজ করা যেত। পরে একে উন্নত করে ই-আইডিই (E-IDE) বা এনহ্যান্সড-আইডিই বের করা হয় যা ২৫০ গিগাবাইটের ড্রাইভ চালাতে পারতো। এসসিএসআই (SCSi) নামে পরে আরেকটি ইন্টারফেস আসে যা আরেকটু উপযোগী ছিল। বর্তমানে সবকিছুর ঝামেলা ফেলে সাটা (SATA) নামের দ্রুতগতির ও সাশ্রয়ী ইন্টারফেস ব্যবহার করা হচ্ছে।

২. আইডিই মানে ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (Integrated Development Environment)। প্রোগ্রামিং এর কাজে এটি একটি অত্যাবশকীয় উপাদান। আইডিই হল প্রোগ্রামিং কোড লেখার সুবিধাসহ একটি সফটওয়্যার যা ওই কোডের ভুল বের করতে পারে, ভুল ঠিক করে এবিং অপারেটিং সিস্টেম অনুযায়ী আউটপুট ফাইল তৈরী করে। আইডিই'র সাথে ডিবাগার যুক্ত থাকে যেটা প্রোগ্রাম চলাকালে কোডে ভুল থাকলে তা খুঁজে বের করে।

কিছু ক্ষেত্রে আইডিই'র সাথে আরটিই যুক্ত থাকে। আরটিই হল রানটাইম এনভায়রনমেন্ট (Runtime Environment)। কোন প্রোগ্রাম চলাকালে আরটিই সরাসরি প্রসেসর এবং মেমরিকে অ্যাক্সেস করতে পারে এবং ওই প্রোগ্রামের সম্ভাব্য সকল ভুল বের করে ডিবাগ করার সুবিধা দেয়। বহুল পরিচিত আরটিই (RTE) হল জেআরই বা জাভা রানটাইম এনভায়রনমেন্ট। এটা বিভিন্ন জাভা অ্যাপলেট চালানোর সুবিধা দেয়।

 

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To