Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Interface
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 543
ইন্টারফেস শব্দটি দুই অর্থে ব্যবহার করা যেতে পারে।
১. ইন্টারফেস মানে কোন হার্ডওয়্যারের কম্পিউটারের সাথে যুক্ত হওয়ার প্রকৃতি বা সংযোগের উপায়। যেমন একটি পেন ড্রাইভ কম্পিউটারের সাহে ইউএসবি-র মাধ্যমে লাগানো যায়। সুতরাং ইউএসবি একটি ইন্টারফেস। আবার কোন ল্যান কার্ড বা গ্রাফিক্স কার্ড লাগাতে হলে সেটা পিসিআই পোর্টে লাগাতে হয়। এই পিসিআই-ও একধরণের ইন্টারফেস। অর্থাৎ ইলেক্ট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগের মাধ্যমই হল ইন্টারফেস।
২. আরেকধরণের ইন্টারফেস বলতে বোঝায় সফটওয়্যার ইন্টারফেস। এটা বোঝায় কোন প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহারকারীর সাথে কীভাবে প্রতিক্রিয়া করা তার চিত্র। যেমন একটা ক্যালকুলেটর স্ক্রীনে বিভিন্ন বাটন ও একটি ঘরে প্রদত্ত সংখ্যা ও প্রতীক দেখিয়ে ব্যবহারকারীর সাথে কাজ করে। এটা হল সফটওয়্যার ইন্টারফেস বা আরো সঠিকভাবে বললে "ইউজার ইন্টারফেস"।