Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Internal Hard Drive
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 549
ইনটার্নাল হার্ড ড্রাইভ বলতে বোঝায় কোন কম্পিউটারের ভেতরে থাকা হার্ডড্রাইভ যেটা সাধারণত ল্যাপটপ বা কেসিং-এর মাঝে স্থায়ীভাবে লাগানো থাকে। ল্যাপটপে সাধারণত একটাই হার্ডডিস্ক লাগানো থাকে। বড় কম্পিউটারগুলোর কেসিং-এর ভেতরে অবশ্য একাধিক হার্ডডিস্ক লাগানোর ব্যবস্থা থাকে।
ইনটার্নাল হার্ড ড্রাইভের জন্য দুইটি সংযোগ প্রয়োজন: ডিস্ক কন্ট্রোলার যা এটিএ কিংবা এসএসসিআই ধরনের হতে পারে, এবং অপরটি হল পাওয়ার কানেক্টর বা বিদ্যুৎ উৎস। কম্পিউটারের মাঝে এসব লাগানোর জন্য সুব্যবস্থা থাকে। তবে কখনো কোন সমস্যা হলে কিংবা হার্ডড্রাইভ নষ্ট হলে সেটা খুলে মেরামত বা প্রতিস্থাপন করা যায়।