Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Motherboard
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 768
মাদারবোর্ড হল একটা পিসিবি বোর্ড যাতে কম্পিউটারের জন্য দরকারী সব কমপোনেন্ট বসানো থাকে। একে মেইনবোর্ড বা অ্যাপেল কম্পিউটারে 'লজিক বোর্ড'ও বলা হয়। মাদারবোর্ডে অবশ্যই যা যা থাকে তা হল - প্রসেসর, মেমরি, রম ও অন্যান্য ডিভাইস এবং সেগুলো লাগানোর স্লট। মডেলভেদে অন্য কিছু ডিভাইস যেমন ডিস্ক কন্ট্রোলার, রেইড কন্ট্রোলার, নেটওয়ার্ক ডিভাইস, কুলিং সিস্টেম ইত্যাদি থাকে। ল্যাপটপের জন্য নির্মিত মাদারবোর্ডে এরকম স্লট অনেক কম থাকলেও সেগুলোর অবস্থান ও গঠনের দিক দিয়ে সাধারণ মাদারবোর্ড এর সাথে পার্থক্য থাকে।
মাদারবোর্ডের সকল কাজ নিয়ন্ত্রণের জন্য আছে একটা বা একাধিক বায়োস চিপ, আর আছে চিপসেট যা নির্দিষ্ট প্রসেসর আর মেমরি ডিভাইস এর জন্য আলাদা আলাদা ধরণের। মুলত চিপসেটের উপর নির্ভর করে ভবিষ্যতে কম্পিউটারের ডিভাইসগুলোকে আপগ্রেড করা সম্ভব। তাই মাদারবোর্ড কেনার সময় সতর্ক থাকা উচিত।