online

We have one guest and no members online

About us

Hardware Terms - Technology Basic

Mouse

সব কম্পিউটারের সাথেই মাউস আছে, তবে তাতে কেও বিরক্ত হয়না। কেননা এই মাউস সত্যিকারের ইঁদুরের মত দৌড়াদৌড়ি করেনা। এটা আসলে একটা কম্পিউটার ডিভাইস যা একধরণে ইনপুট ডিভাইস। কীবোর্ডের মতই মাউস একটা অত্যাবশকীয় ডিভাইস। একে মাউস বলার কারণ হল এর সাথে যে লম্বা তার সরাসরি কম্পিউটারের পেছনে লাগানো থাকে তা ইঁদুরের লেজের মতই চিকন ও লম্বা। মাউস সামনে পেছনা ডানে বামে ঘুরিয়ে কম্পিউটারে নেভিগেশন সিগনাল দেওয়া যায়। অর্থাৎ মাউস যেভাবে নাড়ানো হয়, কম্পিউটারে কার্সর সেভাবে ঘুরে। ফলে অল্প সময়ে খুব দ্রুত মনিটরের যেকোন যায়গায় তাক বা পয়েন্ট করা যায়।

প্রযুক্তির উন্নতির সাথে মাউসের গঠন ও কাজের পরিধি বেড়েছে। আগে মাউসের জন্য বল ব্যবহার করা হলেও এখন অপটিকাল সেন্সর ব্যবহার করা হচ্ছে। তারের পরিবর্তে এসেছে ওয়াইফাই ব্লুটুথ মাউস। সাথে যুক্ত হয়েছে কিছু বাটন যাতে ক্লিক করে ব্রাউজার ওপেন করা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড নেভিগেট করা, ডাবল ক্লিক বা টু-এক্স ক্লিক, পেজ ডাউন পেজ আপ ইত্যাদি কাজ করা যায়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To