Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Mouse Pad
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 546
মাউস প্যাড মানে যে মসৃণ সমতলে মাউস রেখে কাজ করা হয় সেটা। প্রথমদিকে উদ্ভাবিত মাউস প্যাডগুলো সত্যিকার অর্থেই নরম প্যাড ছিল কারণ তখনকার মাউসগুলোর বল ঘুরতে মসৃণ সমতলের দরকার হত। এখনকার মাউসগুলো আলোকীয় পদ্ধতিতে কাজ করে, ফলে পরিপূর্ণ সংবেদনশীলতা পেতে কঠিন বা শক্ত প্যাড ব্যবহার করা হয়।
মাউস প্যাড বিভিন্ন ধরণের হয়। যেমন চারকোণা, গোলাকার কিংবা ডিম্বাকৃতির। যারা গ্রাফিক্স ডিজাইন করেন তারা অনেক বড় মাউস প্যাড ব্যবহার করেন যাতে বার বার মাউস তুলে না আনতে হয়। সাধারণ মাউস প্যাড লম্বায় আধা ফুটের বেশী হয়না।
আজকাল তারবিহীন মাউস পাওয়া যাচ্ছে যাদের মাউস প্যাড বিশেষভাবে তৈরী হয়। কেননা এসব মাউস যখন কাজ করেনা তখন শক্তি বাচাতে মাউস প্যাড মাউসকে 'লো পাওয়ার মুড'-এ নিয়ে যায়। ফলে ব্যাটারী বাঁচে।
তবে মনে রাখা দরকার যে একটানা মাউস ব্যবহারের ফলে কব্জিতে ব্যথা করতে পারে। তাই কব্জি ঠিক রাখার সুবিধাযুক্ত মাউস প্যাড ব্যবহার করা উচিত।